হোম > সারা দেশ > টাঙ্গাইল

শীতের মধ্যে গোসল না করায় মায়ের বকা, কিশোরীর ‘আত্মহত্যা’ 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে গোসল না করায় মা বকা দেওয়ায় লামিয়া আক্তার (১০) নামের এক স্কুলছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন ওই স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কুলছাত্রী লামিয়া উপজেলার যাদবপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে এবং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

ওই ছাত্রীর পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চলমান শৈত্যপ্রবাহের কারণে স্কুলছাত্রী লামিয়া গত বেশ কয়েক দিন ধরে গোসল না করেই ছিল। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে মা তাকে গোসল করতে বলেন। লামিয়া গোসলে রাজি না হওয়ায় মা তাঁর সঙ্গে রাগারাগি করেন।

পরে লামিয়ার মা পরিবারের কাজে ব্যস্ত হয়ে পড়লে লামিয়া ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি অন্য একটি মাধ্যমে অবগত হয়েছি। তবে ওই ছাত্রীর মৃত্যু টাঙ্গাইল সদরে হওয়ায় আমরা এখনো ঘটনাস্থলে যাইনি। সদর থেকে আমাদের জানালে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’