হোম > সারা দেশ > মাদারীপুর

জুনে শুরু হবে ঢাকা-ভাঙ্গা রেল চলাচল: রেলমন্ত্রী

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

আগামী জুনের মধ্যে ঢাকা-ভাঙ্গা রেল চলাচল শুরু হবে বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর রেলসেতুর অগ্রগতি কাজ পরিদর্শনে এ কথা জানান মন্ত্রী।

এ সময় শিবচরের পদ্মা স্টেশন থেকে মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রেল ট্রাকে কারে চড়ে রেলসেতুর নির্মিত প্রায় দেড় কিলোমিটার অংশ পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় রেলমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। জুনের মধ্যে ঢাকা-ভাঙ্গা রেল চলাচল শুরু হবে। ভাঙ্গা পর্যন্ত রেললাইন ছিল, এর সঙ্গে সংযুক্ত করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী করতে পারব। ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত কাজ শেষ হয়েছে। আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। এই অংশটিতে (ঢাকা থেকে মাওয়া) ৬৯ ভাগ পর্যন্ত কাজ শেষ হয়েছে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘দিনরাত কাজ চলমান আছে, কনকনে শীতেও কাজ চলছে। দেশপ্রেম থেকে এখানকার সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। আমি তাঁদের ধন্যবাদ জানাই।’

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী। 

এ সময় পদ্মা সেতু রেল প্রকল্পের ডেপুটি প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, প্রকল্প ম্যানেজার ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল