হোম > সারা দেশ > ঢাকা

ছিনতাইকারীকে ধরে থানায় নেওয়া তরুণীর মোবাইল উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি

ছিনতাইকারীকে থানায় ধরে নিয়ে যাওয়া পোশাক শ্রমিক সুমাইয়ার মোবাইলটি অবশেষে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে সুমাইয়ার হাতে মোবাইল তুলে দেওয়া হয়। গতকাল সোমবার সন্ধ্যায় ছিনতাইয়ের শিকার হয়ে ছিনতাইকারীকে ধরে নিয়ে থানায় হাজির হন সুমাইয়া। 

আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ছিনতাইকারীকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা–পুলিশ। গ্রেপ্তার ছিনতাইকারী সুমন সরকার বগুড়া জেলার শেরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

ভুক্তভোগী তরুণীর নাম সুমাইয়া। স্থানীয় একটি গার্মেন্টস শ্রমিকের কাজ করেন তিনি। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর গ্রামের বাড়ি বরিশাল। বর্তমানে আশুলিয়াতেই সপরিবারে বসবাস করছেন। অফিস ছুটির পর বাড়ি ফেরার সময় চলন্ত ভ্যান থেকে ছিনতাইয়ের শিকার হন তিনি। সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে এ ঘটনা ঘটে। পরে দৌড়ে গিয়ে পথচারীদের সহায়তায় ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন তিনি। 

সুমাইয়া বলেন, ‘ছিনতাইকারীকে পথচারীদের সহায়তায় ধরতে পারলেও তখন তাঁর কাছে মোবাইল ছিল না। পরে তাকে নিয়ে থানায় চলে আসি। পরে ছিনতাইকারী বলে সে মোবাইল নাকি ছুড়ে ফেলেছে। পরে পুলিশ মোবাইলটি খুঁজে বের করে আমাকে ফেরত দেয়।’ 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, সুমাইয়া যখন ছিনতাইকারী সুমনের পিছু নেয় তখন সুমন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের জানালার ভেতর মোবাইলটি ছুড়ে মারে। আমরা মোবাইলে কল দিলে মাইক্রোবাসের চালকের সঙ্গে কথা হয়। পরে মাইক্রোবাসের চালক মোবাইলটি আমাদের কাছে পৌঁছে দিয়ে যায়। পরে আমরা ভুক্তভোগীর কাছে মোবাইলটি হস্তান্তর করি। এ ছাড়া সুমনকে আদালতে পাঠানো হয়েছে।’ 

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল