হোম > সারা দেশ > ঢাকা

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরে ইমরানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. ছায়েদুর রহমান। আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন।

ইমরানের পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ মিয়া আলম, নজরুল ইসলাম প্রমুখ। তাঁরা আদালতকে বলেন, মানি লন্ডারিং আইনে যে মামলা করা হয়েছে, তা ভিত্তিহীন। প্রকৃতপক্ষে কোনো অর্থ পাচার হয়নি। এ ছাড়া এই মামলা সিআইডি করতে পারে না। রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা শেষে আদেশ দেবেন বলে জানান। পরে জামিনের আবেদন নামঞ্জুর করে ইমরানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছর কোরবানির ঈদের সময় ইমরানের খামারে ১৫ লাখ টাকা দামের ‘বংশীয়’ ছাগল নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়। গতকাল সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি। অর্থ পাচারের ওই মামলায় ইমরান ছাড়া অন্য আসামিরা হলেন তৌহিদুল আলম জেনিথ ও সাদিক অ্যাগ্রো।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০