হোম > সারা দেশ > ঢাকা

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরে ইমরানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. ছায়েদুর রহমান। আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন।

ইমরানের পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ মিয়া আলম, নজরুল ইসলাম প্রমুখ। তাঁরা আদালতকে বলেন, মানি লন্ডারিং আইনে যে মামলা করা হয়েছে, তা ভিত্তিহীন। প্রকৃতপক্ষে কোনো অর্থ পাচার হয়নি। এ ছাড়া এই মামলা সিআইডি করতে পারে না। রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা শেষে আদেশ দেবেন বলে জানান। পরে জামিনের আবেদন নামঞ্জুর করে ইমরানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছর কোরবানির ঈদের সময় ইমরানের খামারে ১৫ লাখ টাকা দামের ‘বংশীয়’ ছাগল নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়। গতকাল সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি। অর্থ পাচারের ওই মামলায় ইমরান ছাড়া অন্য আসামিরা হলেন তৌহিদুল আলম জেনিথ ও সাদিক অ্যাগ্রো।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন