হোম > সারা দেশ > ঢাকা

‘রিকশাওয়ালার সন্তান রিকশাওয়ালা হবে এই সিস্টেম ভাঙ্গতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে উন্নত করার উদ্যোগ নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যাটারিচালিত রিকশা চালকদের রুটি-রুজি বন্ধের সিদ্ধান্ত বাতিল করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রস্তাবিত রিকশা বডি, গতি নিয়ন্ত্রক, উন্নত মানের ব্রেকসহ উন্নত রিকশা রাস্তায় চলতে দেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে পরিবহন শ্রমিক নেতা হযরত আলী ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি খুলে নিয়ে তাঁদের রুটি রুজি বন্ধ করার চক্রান্ত বন্ধ করার দাবি জানিয়ে বলেন, ‘এই রিকশাচালকদের রুটি রুজি বন্ধ হইলে এরা রাস্তায় নামবে। এদের রাস্তায় নামতে বাধ্য করবেন না। প্রধানমন্ত্রীর সন্তান প্রধানমন্ত্রী, ডাক্তারের সন্তান ডাক্তার আর ইঞ্জিনিয়ারের সন্তান ইঞ্জিনিয়ার আর রিকশাওয়ালার সন্তান রিকশাওয়ালা হবে এই সিস্টেম ভাঙ্গতে হবে।’

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘আমাদের দেশে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু কয়েক দিন আগে আমি শিকাগোতে দেখেছি, আমেরিকার সবচেয়ে বড় শহর। সেখানেও ব্যাটারিচালিত রিকশা আছে।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কদম ফোয়ারা ঘুরে পল্টন গিয়ে শেষ হয়। সমাবেশে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতা আরিফুল ইসলাম নাদিম, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগুসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা