হোম > সারা দেশ > ঢাকা

‘রিকশাওয়ালার সন্তান রিকশাওয়ালা হবে এই সিস্টেম ভাঙ্গতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে উন্নত করার উদ্যোগ নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যাটারিচালিত রিকশা চালকদের রুটি-রুজি বন্ধের সিদ্ধান্ত বাতিল করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রস্তাবিত রিকশা বডি, গতি নিয়ন্ত্রক, উন্নত মানের ব্রেকসহ উন্নত রিকশা রাস্তায় চলতে দেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে পরিবহন শ্রমিক নেতা হযরত আলী ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি খুলে নিয়ে তাঁদের রুটি রুজি বন্ধ করার চক্রান্ত বন্ধ করার দাবি জানিয়ে বলেন, ‘এই রিকশাচালকদের রুটি রুজি বন্ধ হইলে এরা রাস্তায় নামবে। এদের রাস্তায় নামতে বাধ্য করবেন না। প্রধানমন্ত্রীর সন্তান প্রধানমন্ত্রী, ডাক্তারের সন্তান ডাক্তার আর ইঞ্জিনিয়ারের সন্তান ইঞ্জিনিয়ার আর রিকশাওয়ালার সন্তান রিকশাওয়ালা হবে এই সিস্টেম ভাঙ্গতে হবে।’

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘আমাদের দেশে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু কয়েক দিন আগে আমি শিকাগোতে দেখেছি, আমেরিকার সবচেয়ে বড় শহর। সেখানেও ব্যাটারিচালিত রিকশা আছে।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কদম ফোয়ারা ঘুরে পল্টন গিয়ে শেষ হয়। সমাবেশে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতা আরিফুল ইসলাম নাদিম, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগুসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন