হোম > সারা দেশ > ঢাকা

সাংস্কৃতিক সংগঠক কামাল পাশাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কামাল পাশা চৌধুরী। ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।

গতকাল রোববার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় তাঁকে নিয়ে যাওয়া হয়। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার বা আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

কামাল পাশা গণজাগরণ মঞ্চের একাংশের নেতা ছিলেন। তিনি চারু শিল্পী সংসদের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক।

কামাল পাশার স্ত্রী ফাতেমা হাসনাত সোহাগী আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেলে লালমাটিয়া থেকে সাদা পোশাকে একদল লোক এসে তাঁকে নিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে কিনা বা আটক কিনা সে বিষয়ে পুলিশ স্পষ্ট করে কিছুই জানায়নি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, কামাল পাশা চৌধুরীর নামে নেত্রকোনা জেলার ফালিয়াজুরী থানায় বিএনপি অফিস ভাঙচুরের একটি মামলা রয়েছে। এ ছাড়া আর কোথাও তাঁর বিরুদ্ধে মামলা আছে কিনা সেটি খোঁজা হচ্ছে। যদি ঢাকায় তাঁর বিরুদ্ধে কোনো মামলা থাকে তাহলে ঢাকার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। আর ঢাকায় মামলা না থাকলে নেত্রকোনার ওই মামলাতেই তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সেখানে পাঠিয়ে দেওয়া হবে।

রোববার দিবাগত রাতে পুলিশের ওই সূত্র জানিয়েছে, কামাল পাশা চৌধুরী ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে রয়েছেন।

কামাল পাশা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সর্বশেষ রোববার দুপুরের ‘জনকণ্ঠ ও নাটোর সুগার মিল দখল’ হয়েছে বলে একটি স্ট্যাটাস দেন তিনি।

কামাল পাশাকে গ্রেপ্তার বা আটকের বিষয়ে জানতে ডিএমপির কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা আটক বা গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে