হোম > সারা দেশ > ঢাকা

সাংস্কৃতিক সংগঠক কামাল পাশাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কামাল পাশা চৌধুরী। ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।

গতকাল রোববার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় তাঁকে নিয়ে যাওয়া হয়। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার বা আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

কামাল পাশা গণজাগরণ মঞ্চের একাংশের নেতা ছিলেন। তিনি চারু শিল্পী সংসদের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক।

কামাল পাশার স্ত্রী ফাতেমা হাসনাত সোহাগী আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেলে লালমাটিয়া থেকে সাদা পোশাকে একদল লোক এসে তাঁকে নিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে কিনা বা আটক কিনা সে বিষয়ে পুলিশ স্পষ্ট করে কিছুই জানায়নি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, কামাল পাশা চৌধুরীর নামে নেত্রকোনা জেলার ফালিয়াজুরী থানায় বিএনপি অফিস ভাঙচুরের একটি মামলা রয়েছে। এ ছাড়া আর কোথাও তাঁর বিরুদ্ধে মামলা আছে কিনা সেটি খোঁজা হচ্ছে। যদি ঢাকায় তাঁর বিরুদ্ধে কোনো মামলা থাকে তাহলে ঢাকার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। আর ঢাকায় মামলা না থাকলে নেত্রকোনার ওই মামলাতেই তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সেখানে পাঠিয়ে দেওয়া হবে।

রোববার দিবাগত রাতে পুলিশের ওই সূত্র জানিয়েছে, কামাল পাশা চৌধুরী ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে রয়েছেন।

কামাল পাশা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সর্বশেষ রোববার দুপুরের ‘জনকণ্ঠ ও নাটোর সুগার মিল দখল’ হয়েছে বলে একটি স্ট্যাটাস দেন তিনি।

কামাল পাশাকে গ্রেপ্তার বা আটকের বিষয়ে জানতে ডিএমপির কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা আটক বা গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ