হোম > সারা দেশ > ঢাকা

রেসিডেনসিয়ালের সামনে শিক্ষার্থীদের আড়াই ঘণ্টা সড়ক অবরোধ, তীব্র যানজট

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান। ছবি: আজকের পত্রিকা

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা মেধাভিত্তিক ভর্তি পরীক্ষার দাবিতে আজ রোববার সকালে ঢাকার আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল ১০টা থেকে কলেজের সামনের সড়কে তারা অবস্থান নেয়। প্রায় আড়াই ঘণ্টা তারা সেখানে অবস্থান করে। এ সময় মিরপুর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবি, কলেজের তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বর্তমানে প্রচলিত লটারি পদ্ধতি মেধার যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ। তাদের মতে, এই পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা হওয়া আবশ্যক।

একজন শিক্ষার্থী বলেন, আমরা অনেকদিন ধরে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষার দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবির কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

শিক্ষার্থীদের অবরোধের কারণে মিরপুর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ যাত্রীদের। বিক্ষোভ চলাকালীন পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে।

ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার রুহুল কবির খান জানান, যানজটের কারণে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরানোর জন্য আলোচনা চালানো হয়।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান। ছবি: আজকের পত্রিকা

কলেজের বিদায়ী অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শামীম ফরহাদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তিনি তাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে বলে আশ্বস্ত করেন।

তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। এটি এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলে, অধ্যক্ষ আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে বলে আশ্বস্ত করেছেন। আমরা অপেক্ষা করছি, আমাদের দাবি দ্রুত সমাধান করা হবে।

দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। তবে শিক্ষার্থীদের দাবি, যদি মেধাভিত্তিক ভর্তি পরীক্ষার ব্যবস্থা না করা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দেবে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার