হোম > সারা দেশ > ঢাকা

হাতে লাল কার্ড নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়কে অনিয়ম-দুর্নীতি, নিরাপদ সড়কের দাবি ও রাস্তায় চলমান অব্যবস্থাপনার বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা। শনিবার সকালে রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে লাল কার্ড নিয়ে সড়কে বিক্ষোভ করেছে তারা।

সড়কে খিলগাঁও মডেল কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী রামপুরা সড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও মতিঝিল থেকে এয়ারপোর্টগামী সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছে। 

কার উদ্দেশ্যে এই লাল কার্ড প্রদর্শন এমন প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেন, ‘এটা কাউকে উদ্দেশ্য করে নয়, যারাই এই পরিবহন সেক্টরে দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেই এই লাল কার্ড প্রদর্শন।’

খিলগাঁও মডেলের শিক্ষার্থী সোহাগী সামিয়া নিজের পরিচয় দিয়ে বলে, ‘আমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা শাখার দপ্তর সম্পাদক ঠিক আছে। কিন্তু আমি সবার আগে একজন শিক্ষার্থী।’

তিনি বলেন, ‘আমি এই আন্দোলন চলাকালীন কোনো বিষয়ে রাজনৈতিক কিছু টেনে আনিনি। কারণ আমি সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে রাস্তায় নেমেছি।’

সোহাগী আরও বলেন, ‘গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রচার চালানো হচ্ছে। আমি নাকি ৩০ বছরের মহিলা, শিক্ষার্থী নই, রাজনৈতিক দলের কর্মী। কিন্তু আপনারা আমার আইডি কার্ড, পরীক্ষার প্রবেশপত্র আর কলেজে খোঁজ নিয়ে জানতে পারেন।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট