হোম > সারা দেশ > ঢাকা

হাতে লাল কার্ড নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়কে অনিয়ম-দুর্নীতি, নিরাপদ সড়কের দাবি ও রাস্তায় চলমান অব্যবস্থাপনার বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা। শনিবার সকালে রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে লাল কার্ড নিয়ে সড়কে বিক্ষোভ করেছে তারা।

সড়কে খিলগাঁও মডেল কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী রামপুরা সড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও মতিঝিল থেকে এয়ারপোর্টগামী সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছে। 

কার উদ্দেশ্যে এই লাল কার্ড প্রদর্শন এমন প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেন, ‘এটা কাউকে উদ্দেশ্য করে নয়, যারাই এই পরিবহন সেক্টরে দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেই এই লাল কার্ড প্রদর্শন।’

খিলগাঁও মডেলের শিক্ষার্থী সোহাগী সামিয়া নিজের পরিচয় দিয়ে বলে, ‘আমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা শাখার দপ্তর সম্পাদক ঠিক আছে। কিন্তু আমি সবার আগে একজন শিক্ষার্থী।’

তিনি বলেন, ‘আমি এই আন্দোলন চলাকালীন কোনো বিষয়ে রাজনৈতিক কিছু টেনে আনিনি। কারণ আমি সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে রাস্তায় নেমেছি।’

সোহাগী আরও বলেন, ‘গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রচার চালানো হচ্ছে। আমি নাকি ৩০ বছরের মহিলা, শিক্ষার্থী নই, রাজনৈতিক দলের কর্মী। কিন্তু আপনারা আমার আইডি কার্ড, পরীক্ষার প্রবেশপত্র আর কলেজে খোঁজ নিয়ে জানতে পারেন।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস