হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভূঞাপুরে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

ফুয়াদ রঞ্জু, ভূঞাপুর

যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের যমজ মেয়ের সঙ্গে গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলের।

দুই যমজ ভাই আল আমিন ও আমিনুল ইসলামের সঙ্গে ১ লাখ টাকা মোহরানায় যমজ বোন ফাতেমা ও ফারজানা ইসলামের বিয়ে হয়েছে। ২২ জুলাই অনুষ্ঠিত এই বিয়েতে দাওয়াত না পেলেও অনেকে এসেছেন। এমনই একজন রফিকুল ইসলাম বলেন, ‘যমজের সঙ্গে যমজের বিয়ে, বিষয়টি ভিন্নরকম। দাওয়াত না থাকলেও বিষয়টি অন্য রকম হওয়ায় সেখানে গিয়ে ঘুরে এসেছি।’ বেশ ভালোই লেগেছে। আলাদাভাবে দুই বোন এবং দুই ভাইয়ের বিয়ে হচ্ছে তা-ও একই অনুষ্ঠানের মাধ্যমে। ২৭ জুলাই বিয়ের ছবি ফেসবুকে ভাইরাল হলেও দুই যমজ দম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন নেটিজেনরা।

জানা যায়, ফাতেমা ও ফারজানা দুজনই মাস্টার্স শেষ করেছেন। আল আমিন ও আমিনুল মাস্টার্স পাস করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করেন।

যমজ বোনের ফুফাতো বোনজামাই রবিউল ইসলাম জানান, ঘটকের মাধ্যমে যমজ বোনের জন্য যমজ ছেলের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি অনেকটা কাকতালীয়ভাবে মিলে গেছে। পরে লকডাউনের কারণে সীমিত পরিসরে বিয়ের কাজ শেষ করা হয়েছে।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ