হোম > সারা দেশ > ঢাকা

আফতাবনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর আফতাবনগর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে সুবর্না আক্তার মিম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে স্বজনেরা মিমকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বামী শেখ সোহেল পালিয়ে যান।

আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত মিমের বোন তাহমিনা আক্তার জানান, তাদের বাড়ি শরীয়তপুর জেলার নওডোবা থানার হাজি অসিম উদ্দিন মাতবর কান্দি গ্রামে। বাবার নাম সোহরাব খান। বর্তমানে আফতাব নগর তিন নম্বর রোড একটি বাসায় ভাড়া থাকেন তাঁরা। মিম তাঁদের সঙ্গেই থাকেন।

তাহমিনা বলেন, মিমের সঙ্গে শেখ সোহেলের দুই বছর আগে বিয়ে হয়। তবে দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। তাদের ঘরে সাত মাসের ছেলে সন্তান আছে। সোহেল আগের স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় থাকে। সেখানে হাসপাতালের যন্ত্রপাতির ব্যবসা করে। মিমের সঙ্গে পরিচয় হওয়ার পর বলেছিল তার আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে মিমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর মিম জানতে পারে আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়নি সোহেলের। বিয়ের পরেও মিম আফতাবনগর আমাদের কাছেই থাকত। তার স্বামী সোহেল আমাদের বাসায় যাতায়াত করত। আগের ঘরের স্ত্রীকে ডিভোর্স দিয়ে মিমকে নিয়ে যাবে বলে জানায় সোহেল। এসব বিষয় নিয়ে মাঝে-মধ্যে তাদের ঝগড়া হতো।

তিনি আরও বলেন, গত রাতে মিমকে নিয়ে সোহেল বনানীর একটি ক্লাবে যাওয়ার কথা বলে বের হয়। ভোরে মোবাইলের মাধ্যমে জানতে পারি মিম আফতাবনগর নাগরিক হাসপাতালে রক্তাক্ত অবস্থায় পরে আছে। পরে সেখানে গিয়ে মিমকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। মিমের স্বামী তাকে ছুরি দিয়ে মেরে পালিয়ে গেছে।

বাড্ডা আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাজহারুল ইসলাম বলেন, গতরাতে আফতাবনগর বি ব্লক থেকে রক্তাক্ত অবস্থায় সিকিউরিটি গার্ডরা ওই নারীকে উদ্ধার করে স্থানীয় নাগরিক হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

এসআই আরও বলেন, জানতে পেরেছি স্বামীর সঙ্গে ঘুরতে বের হয়েছিল ওই নারী। পরে স্বামী তার পিঠে ও বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন