ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে করা মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন।
একই সঙ্গে মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল নিখোঁজ হওয়ার ৫৩ দিন পর যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। পরে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বিজিবি ২০২০ সালের ৩ মে তাঁর বিরুদ্ধে মামলা করে। সাংবাদিক কাজল উদ্ধার হওয়ার পরও সাত মাস কারাগারে থাকতে হয়েছে।