হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে জাল ভোট দেওয়ার চেষ্টা, চেয়ারম্যান প্রার্থীর কর্মীর কারাদণ্ড

গাজীপুরের শ্রীপুরে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয়ের ঘোড়া প্রতীকের এক কর্মীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমাম রাজি টুলু। আজ মঙ্গলবার সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা পূর্বপাড়া গ্রামের মো. ফাইজুদ্দিনের ছেলে মো. কামাল খান (৫০)। তিনি রাজেন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। 

গোসিঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. মোজাম্মেল হক শেখ বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয়ের ঘোড়া প্রতীকের কর্মী কামাল খান গোসিঙ্গা উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক ভোট প্রয়োগের চেষ্টা করেন। এ অপরাধে তাঁকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমাম রাজি টুলু বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয়ের ঘোড়া প্রতীকের কর্মী কামাল খানকে ভোটকেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক ভোট দেওয়ার চেষ্টার অপরাধে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা