হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে জাল ভোট দেওয়ার চেষ্টা, চেয়ারম্যান প্রার্থীর কর্মীর কারাদণ্ড

গাজীপুরের শ্রীপুরে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয়ের ঘোড়া প্রতীকের এক কর্মীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমাম রাজি টুলু। আজ মঙ্গলবার সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা পূর্বপাড়া গ্রামের মো. ফাইজুদ্দিনের ছেলে মো. কামাল খান (৫০)। তিনি রাজেন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। 

গোসিঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. মোজাম্মেল হক শেখ বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয়ের ঘোড়া প্রতীকের কর্মী কামাল খান গোসিঙ্গা উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক ভোট প্রয়োগের চেষ্টা করেন। এ অপরাধে তাঁকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমাম রাজি টুলু বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয়ের ঘোড়া প্রতীকের কর্মী কামাল খানকে ভোটকেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক ভোট দেওয়ার চেষ্টার অপরাধে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু