হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় এখনো ৪৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি 

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ মঙ্গলবারও খোলেনি সব পোশাক কারখানা। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ না করায় ৯টি কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ৪৬টি কারখানা। 

তবে আশুলিয়ার কোথাও আজ কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকেরা সড়ক অবরোধ কিংবা বিক্ষোভও করেননি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো শিল্পাঞ্চলের সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। 

শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে যৌথ বাহিনী গত সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে। 

পুলিশ জানায়, আজ সকালে ৪৬টি কারখানা ছাড়া বাকি সব কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। কিন্তু কিছু সময় পরে ৯টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিভিন্ন দাবি জানাতে থাকেন। পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 

আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের এক কর্মকর্তা গত সোমবার বলেন, ‘আমাদের কারখানার শ্রমিকেরা কোনো আন্দোলন করছেন না। তাঁরা কাজ করায় অন্য কারখানার শ্রমিকেরা আমাদের কারখানায় হামলা করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। বহিরাগত শ্রমিকেরা ভেতরে ঢুকে আমাদের শ্রমিকদের বের করে নেওয়ার পাশাপাশি ভাঙচুর করতে পারেন। এই আশঙ্কায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।’ 

শ্রমিকেরা বলেন, ঘরভাড়াসহ সব জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু আমাদের বেতনসহ অন্যান্য সুবিধা বাড়ছে না। তাই আমরা আন্দোলন করছি। 

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আজকে অধিকাংশ কারখানা চালু রয়েছে। ১৩ (১) মোতাবেক বন্ধ রয়েছে ৪৬টি কারখানা। শ্রমিকেরা কাজ না করায় নয়টি কারখানা আজকের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’