হোম > সারা দেশ > ঢাকা

এসবির সাবেক প্রতিবেদক শামসুল হকের গাড়ি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক সরকারি প্রতিবেদক মো. শামসুল হক রাজু ওরফে রাজু আহমেদের একটি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের আবেদনে বলা হয়, গাড়িটির বাজারমূল্য ২৪ লাখ টাকা। গাড়ি জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক আহাম্মেদ আশরাফ চৌধুরী।

আবেদনে আরো বলা হয়েছে, রাজু আহমেদের বিরুদ্ধে দুই কোটি তিন লাখ ৫০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া এবং নিজের, স্ত্রী ও তাদের ওপর নির্ভরশীল সন্তানদের নামে তিন কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগে মামলা হয়েছে।

তদন্তকালে আসামি ও তার পরিবারের মালিকানাধীন সম্পদ বিক্রি, হস্তান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে এর আগেই তার স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। একইসঙ্গে একটি রিসিভার নিয়োগের আবেদনও অনুমোদন করেন আদালত।

আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামি তার দাখিল করা সম্পদ বিবরণীতে গাড়ির নম্বর ভুল দিয়েছিলেন। পরবর্তীতে তদন্তে দেখা যায়, গাড়িটির সঠিক নম্বর ‘ঢাকা মেট্রো-গ-৩৫৩৭০৭ ’। গাড়ির সঠিক তথ্য গোপন করে কমিশন ও তদন্ত কর্মকর্তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন রাজু আহমেদ। এজন্য তার প্রকৃত নামীয় গাড়ি জব্দ করা প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর