রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডোবার পানিতে ডুবে হুজাইফা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের শিমুল শেখের ছেলে।
বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. তাছির উদ্দিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউপি সদস্য বলেন, সকালে শিশুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় তার মাসহ পরিবারের অন্য সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি পাশে ডোবার পানিতে ভাসতে দেখেন। পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।