হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানী ফুটওভার ব্রিজের নিচে একটি ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম জামিল আহমেদ শুভ (২৪)। তিনি ফেসবুক ভিত্তিক বাইক রিভিউ গ্রুপ ‘বাইকবিডি’র হোস্ট ছিলেন বলে জানা গেছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক সম্পন্ন করেছেন এ তরুণ। 

গতকাল সোমবার রাত ১১টা ২০ মিনিটের দিকে বনানী ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে নিহত শুভর চার-পাঁচজন জন বন্ধু ছুটে আসেন। তাঁদের মধ্যে শুভর বন্ধু চিন্ময় বলেন, ‘শুভ আমাদের খুব কাছের বন্ধু। আমরা একসঙ্গে সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করেছি। বাইকের প্রতি শুভর প্রচুর ঝোঁক ছিল। এ কারণে শুভ গ্র্যাজুয়েশন শেষ করে ফেসবুকভিত্তিক মোটরসাইকেল রিভিউ গ্রুপ বাইকবিডির হোস্ট ছিলেন।’ 

বনানী থানার উপপরিদর্শক (এসআই) এম শামসুর রহমান বলেন, ‘রাত ১১টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত তরুণের মরদেহ উদ্ধার করি। এরপর মরদেহ ও নিহতের মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, বনানী থেকে মহাখালীগামী একটি সিএনজি প্রথমে নিহতের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর একটি বড় ট্রাক নিহত যুবকের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে নিহত হন। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট