হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানী ফুটওভার ব্রিজের নিচে একটি ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম জামিল আহমেদ শুভ (২৪)। তিনি ফেসবুক ভিত্তিক বাইক রিভিউ গ্রুপ ‘বাইকবিডি’র হোস্ট ছিলেন বলে জানা গেছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক সম্পন্ন করেছেন এ তরুণ। 

গতকাল সোমবার রাত ১১টা ২০ মিনিটের দিকে বনানী ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে নিহত শুভর চার-পাঁচজন জন বন্ধু ছুটে আসেন। তাঁদের মধ্যে শুভর বন্ধু চিন্ময় বলেন, ‘শুভ আমাদের খুব কাছের বন্ধু। আমরা একসঙ্গে সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করেছি। বাইকের প্রতি শুভর প্রচুর ঝোঁক ছিল। এ কারণে শুভ গ্র্যাজুয়েশন শেষ করে ফেসবুকভিত্তিক মোটরসাইকেল রিভিউ গ্রুপ বাইকবিডির হোস্ট ছিলেন।’ 

বনানী থানার উপপরিদর্শক (এসআই) এম শামসুর রহমান বলেন, ‘রাত ১১টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত তরুণের মরদেহ উদ্ধার করি। এরপর মরদেহ ও নিহতের মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, বনানী থেকে মহাখালীগামী একটি সিএনজি প্রথমে নিহতের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর একটি বড় ট্রাক নিহত যুবকের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে নিহত হন। 

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা