হোম > সারা দেশ > ঢাকা

এবার কিউলেক্স মশার বিরুদ্ধে আতিকের যুদ্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিসের পাশাপাশি এবার কিউলেক্স মশার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি মেয়র জানিয়েছেন, কিউলেক্স মশা মোকাবিলায় আগামী ৯ অক্টোবর থেকে চিরুনি অভিযান শুরু করবে ডিএনসিসি।

আজ শনিবার সকালে উত্তরা-৪ নম্বর সেক্টর এলাকায় জনসচেতনতামূলক র‍্যালি উদ্বোধন ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করার পর সাংবাদিকদের এ কথা জানান মেয়র আতিক।

সুস্থতার জন্য সামাজিক আন্দোলনের কারণে ডিএনসিসি এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ডিএনসিসির পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতি শুক্র ও শনিবার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম অব্যাহত রয়েছে।’

সবার সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব বলে জানান মো. আতিকুল ইসলাম। এই লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

ডিএনসিসি মেয়রের উপস্থিতিতেই উত্তরায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান।

এর আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরটা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। যারা ভূমিদস্যু, খাল দখল করছে, অপরিকল্পিত নগরায়ণ করছে, তাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে লড়তে হবে। অভিজাত এলাকায় যাদের সুয়ারেজ লাইনের বর্জ্য লেকে গিয়ে পড়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসব কাজে কমিউনিটিকে সংযুক্ত করা হবে।’

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু