হোম > সারা দেশ > ঢাকা

এবার কিউলেক্স মশার বিরুদ্ধে আতিকের যুদ্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিসের পাশাপাশি এবার কিউলেক্স মশার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি মেয়র জানিয়েছেন, কিউলেক্স মশা মোকাবিলায় আগামী ৯ অক্টোবর থেকে চিরুনি অভিযান শুরু করবে ডিএনসিসি।

আজ শনিবার সকালে উত্তরা-৪ নম্বর সেক্টর এলাকায় জনসচেতনতামূলক র‍্যালি উদ্বোধন ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করার পর সাংবাদিকদের এ কথা জানান মেয়র আতিক।

সুস্থতার জন্য সামাজিক আন্দোলনের কারণে ডিএনসিসি এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ডিএনসিসির পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতি শুক্র ও শনিবার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম অব্যাহত রয়েছে।’

সবার সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব বলে জানান মো. আতিকুল ইসলাম। এই লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

ডিএনসিসি মেয়রের উপস্থিতিতেই উত্তরায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান।

এর আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরটা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। যারা ভূমিদস্যু, খাল দখল করছে, অপরিকল্পিত নগরায়ণ করছে, তাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে লড়তে হবে। অভিজাত এলাকায় যাদের সুয়ারেজ লাইনের বর্জ্য লেকে গিয়ে পড়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসব কাজে কমিউনিটিকে সংযুক্ত করা হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির