হোম > সারা দেশ > ঢাকা

গুচ্ছের সীমাবদ্ধতা তুলে ধরা উচিত গণমাধ্যমের: জবি উপাচার্য

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরবে গণমাধ্যম এই আশা আমি করি। এই ভর্তি পরীক্ষার যুগ্ম-আহ্বায়ক হিসেবে কোর কমিটির কাছে আহ্বান করব ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করে ক্লাস শুরু করার জন্য।’ 

আজ শুক্রবার ২৪টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ‘বি’ ইউনিটের পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাদেকা হালিম এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি খবর নিলাম, সারা দেশে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়নি। শারীরিক সমস্যা নিয়ে আসা শিক্ষার্থীদের জন্য মেডিকেল সেন্টারে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে কি থাকবে না, সেটা আমার সিনিয়র শিক্ষক, শিক্ষার্থীদের ওপর নির্ভর করবে যে, তারা কী চায়। আমি নতুন উপাচার্যের দায়িত্ব নিয়েছি, সে অনুযায়ী ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করছি।’ 

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় বারবার মেধাতালিকা দেওয়ার বিষয়ে সাদেকা হালিম বলেন, ‘এবার তো প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শেষ। আশা করি, বেশি মেধাতালিকা পর্যন্ত যাবে না। যারা সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে ইচ্ছুক, তারাই পরীক্ষায় অংশগ্রহণ করছে।’

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন