হোম > সারা দেশ > ঢাকা

কাঁচা মরিচের কেজি ১৭০ টাকা, সরবরাহ কম বলছেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেশ কিছুদিন সহনীয় পর্যায়ে থাকার পর রাজধানীর বাজারে গত প্রায় এক সপ্তাহ ধরে আবার বাড়ছে কাঁচা মরিচের দাম। বিভিন্ন খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ বা গড়ে ১৭০ টাকা কেজি দরে। তবে পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দামে। পাইকারি ও খুচরা পর্যায়ে পণ্যটির দামে পার্থক্য কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা। সরবরাহ কম—এমন অজুহাতে বাড়তি দামে পণ্যটি বিক্রি করছেন বিক্রেতা-ব্যবসায়ীরা। 

এদিকে সংসারে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। অবশ্য ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বিভিন্ন বাজারে অপেক্ষাকৃত একটু কম দামে বিক্রি হচ্ছে—কেজিপ্রতি ১৩০ থেকে ১৪০ টাকায়। এ অবস্থায় বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ক্রেতারা সরকারের নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন। 

কাঁচা মরিচের মূল্যবৃদ্ধি নিয়ে ব্যবসায়ীরা বলছেন, মূলত দেশে কাঁচা মরিচ উৎপাদন হয়—দেশের এমন এলাকাগুলোতে বন্যা হওয়ায় বাজারে সরবরাহ অনেকটা কমে গেছে। এ ছাড়া ভারত থেকেও কাঁচা মরিচের সরবরাহ কম হওয়াতে পণ্যটির দাম বেড়েছে। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, কল্যাণপুর নতুন বাজার, মিরপুর ১ নম্বর কাঁচাবাজার, শেওড়াপাড়া কাঁচাবাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। 

কারওয়ান বাজারে সরেজমিনে দেখা গেছে, পাইকারি পর্যায়ে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। অবশ্য পাইকারি বাজারের কাছাকাছি খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। সামান্য দূরত্বেই কেজি প্রতি দাম বেড়ে যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ও পাড়া মহল্লার ভ্যানেও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে। 

মিরপুর ১ নম্বর কাঁচাবাজারের ক্রেতা আজহার আলি কাঁচা মরিচের দাম এত বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, কাঁচামরিচসহ বিভিন্ন সবজি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এভাবে বাড়লে আমরা কম আয়ের মানুষ কীভাবে চলব? এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নিয়মিত বাজার তদারকি ও কঠোর ভূমিকা নেওয়া উচিত। 

এদিকে ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহেও পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। কারওয়ান বাজারের পাইকারি সবজি বিক্রেতা শরিফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বছরের এই সময় দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে পানি উঠে মরিচের খেত ডুবে যাওয়ায় সরবরাহ তুলনামূলকভাবে কমে গেছে। একদিকে সরবরাহ কম, অন্যদিকে চাহিদা থাকায় দাম বেড়েছে। এ ছাড়া ভারত থেকেও আমদানির পরিমাণ অনেক কমে গেছে। সব মিলিয়ে বাজারদর বেড়েছে। 

খুচরা বিক্রেতারা বলছেন, প্রতি বছর বর্ষার মৌসুমে বৃষ্টি ও বন্যার অজুহাতে পাইকারি ব্যবসায়ীরা মরিচের দাম বাড়ায়। পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারেও বছরের এই সময়ে কাঁচা মরিচের দাম বাড়ে। 

উল্লেখ্য, দেশে গত আগস্ট মাসের প্রথম দিকে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ২০০ টাকা পর্যন্ত উঠেছিল। তবে ওই সময় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারত থেকে বেশ দ্রুত পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ আমদানি হওয়ায় দাম সহনীয় পর্যায়ে চলে আসে। কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের সপ্তাহ থেকে আবারও বাজারে কাঁচা মরিচের দাম বাড়তে শুরু করে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন