হোম > সারা দেশ > রাজবাড়ী

গোয়ালন্দের পদ্মায় ধরা পড়ল ১৮ কেজির বাগাড়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দের পদ্মায় জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বাগাড় মাছ। পরে মাছটি ২১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। বাবু চালাক নামের স্থানীয় এক জেলের জালে ধরা পড়ে এটি। 

জানা যায়, জেলে বাবু চালাক মাছটি বিক্রির জন্য সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত শাকিল-সোহান মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। 

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, বাগাড় মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২১ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে। 

জেলে বাবু চালাক বলেন, বৃহস্পতিবার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর মাছটি পেয়ে অনেক ভালো লাগছে।' মাছটির ভালো দামও পেয়েছেন বলে তিনি জানান। 

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠাপানির এত বড় মাছ নদীতে এখন মাঝেমধ্যেই দেখা যাবে। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট