হোম > সারা দেশ > ঢাকা

২৮ ঘণ্টা পরেও পরিচয় মেলেনি মহাখালীতে কাটা পড়া ৩ শিশুর 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত তিন শিশুর পরিচয় ২৮ ঘণ্টা পরও মেলেনি। লাশ তিনটি অজ্ঞাত হিসেবে পড়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে। 

ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিশুদের কোনো স্বজন মর্গে আসেনি। মৃতদেহ তিনটি মর্চুয়ারিতে রাখা আছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলওয়ে থানা-পুলিশ তিনটি মৃতদেহ মর্গে নিয়ে আসে। 

এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে কোনো একসময় মহাখালী আমতলা সড়ক ভবনের পাশে রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই তিন শিশু। তাদের আনুমানিক বয়স ১২ থেকে ১৩ বছর। 

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, গতকাল সকালে মহাখালী আমতলা সড়ক ভবনের কাছে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিল ওই তিন পথশিশু। তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারা। 

এসআই আরও বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত তিন শিশুর নাম-পরিচয় এখনো জানা যায়নি। মৃতদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

এসআই আরও বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, যখন তিন শিশু রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল তখন অনেকেই তাদের ডাকাডাকি করে। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। 

এসআই বলেন, ‘তাদের তো জাতীয় পরিচয়পত্র হয়নি। পরিচয় শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। তাই সকাল থেকে আমাদের রেলওয়ে পুলিশের কয়েকজন সদস্য এলাকার কিছু লোক নিয়ে শিশুদের ছবি নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছে। এতে যদি এলাকার কেউ চিনতে পারে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু