হোম > সারা দেশ > ঢাকা

২৮ ঘণ্টা পরেও পরিচয় মেলেনি মহাখালীতে কাটা পড়া ৩ শিশুর 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত তিন শিশুর পরিচয় ২৮ ঘণ্টা পরও মেলেনি। লাশ তিনটি অজ্ঞাত হিসেবে পড়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে। 

ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিশুদের কোনো স্বজন মর্গে আসেনি। মৃতদেহ তিনটি মর্চুয়ারিতে রাখা আছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলওয়ে থানা-পুলিশ তিনটি মৃতদেহ মর্গে নিয়ে আসে। 

এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে কোনো একসময় মহাখালী আমতলা সড়ক ভবনের পাশে রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই তিন শিশু। তাদের আনুমানিক বয়স ১২ থেকে ১৩ বছর। 

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, গতকাল সকালে মহাখালী আমতলা সড়ক ভবনের কাছে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিল ওই তিন পথশিশু। তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারা। 

এসআই আরও বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত তিন শিশুর নাম-পরিচয় এখনো জানা যায়নি। মৃতদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

এসআই আরও বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, যখন তিন শিশু রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল তখন অনেকেই তাদের ডাকাডাকি করে। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। 

এসআই বলেন, ‘তাদের তো জাতীয় পরিচয়পত্র হয়নি। পরিচয় শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। তাই সকাল থেকে আমাদের রেলওয়ে পুলিশের কয়েকজন সদস্য এলাকার কিছু লোক নিয়ে শিশুদের ছবি নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছে। এতে যদি এলাকার কেউ চিনতে পারে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন