হোম > সারা দেশ > ঢাকা

আবার সংসার করতে চান জাপানি নারী এরিকো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইমরান শরীফের সঙ্গে সংসার করতে চান জাপানি চিকিৎসক নাকানো এরিকো। মান-অভিমান ভুলে ইমরান শরীফসহ দুই সন্তানকে নিয়ে জাপানে ফিরে যেতে চান তিনি।

দুই মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনার কল্যাণের কথা চিন্তা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে আজ মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চকে জানিয়েছেন তাঁর আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শুনানিতে শিশির মনির বলেন, তিনি (এরিকো) একজন চিকিৎসক। অনেক দিন হলো বাংলাদেশে এসেছেন। তাঁর চাকরির সমস্যা হচ্ছে। এছাড়া তাঁর ছোট মেয়ে সেখানে থেকে কান্না করছে মায়ের জন্য। তাই তিনি সবাইকে নিয়ে জাপান ফিরে যেতে চান। আর এ জন্য ডিভোর্স দেননি এখনো।

আইনজীবী শিশির মনির বলেন, মাতৃত্বের জন্য তাঁকে আর কত পরীক্ষা দিতে হবে! এছাড়া জাপানি আদালতের আদেশেও মায়ের কাছে মেয়েদের রাখতে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ আদালতকে বলেন, আপনাদের কারও কথা শোনার দরকার নেই। দুই শিশুর কথা শোনেন। অথবা সমঝোতার জন্য সময় দেন। আমরা চেষ্টা করে দেখি। 

এ সময় আদালত বলেন, আপনারা স্বামী–স্ত্রীকে নিয়ে দুই পক্ষের আইনজীবীরা বসেন। তবে সেখানে সন্তানদের রাখার প্রয়োজন নেই। এরপর আদালত আগামীকাল বুধবার আদেশের জন্য দিন ধার্য করেন। আর এ দুইদিন আগের নিয়মেই থাকবেন তাঁরা। 

এর আগে গত ১৬ সেপ্টেম্বর জাপানি শিশুদের নিয়ে বাবা-মাকে সমঝোতার বিষয়ে উভয়পক্ষের আইনজীবীদের দায়িত্ব দিয়েছিলেন হাইকোর্ট। এক্ষেত্রে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদকে ‘মুরুব্বির’ ভূমিকা পালন করতে বলেছিলেন। আদালত বলেছিলেন, শিশুদের নিয়ে সুন্দর সমাধান হলে তাঁদের ভবিষ্যতও ভালো হয়, দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয়। এতে দেশ-বিদেশ সবার জন্য ভালো হবে।

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন