হোম > সারা দেশ > ঢাকা

আবার সংসার করতে চান জাপানি নারী এরিকো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইমরান শরীফের সঙ্গে সংসার করতে চান জাপানি চিকিৎসক নাকানো এরিকো। মান-অভিমান ভুলে ইমরান শরীফসহ দুই সন্তানকে নিয়ে জাপানে ফিরে যেতে চান তিনি।

দুই মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনার কল্যাণের কথা চিন্তা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে আজ মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চকে জানিয়েছেন তাঁর আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শুনানিতে শিশির মনির বলেন, তিনি (এরিকো) একজন চিকিৎসক। অনেক দিন হলো বাংলাদেশে এসেছেন। তাঁর চাকরির সমস্যা হচ্ছে। এছাড়া তাঁর ছোট মেয়ে সেখানে থেকে কান্না করছে মায়ের জন্য। তাই তিনি সবাইকে নিয়ে জাপান ফিরে যেতে চান। আর এ জন্য ডিভোর্স দেননি এখনো।

আইনজীবী শিশির মনির বলেন, মাতৃত্বের জন্য তাঁকে আর কত পরীক্ষা দিতে হবে! এছাড়া জাপানি আদালতের আদেশেও মায়ের কাছে মেয়েদের রাখতে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ আদালতকে বলেন, আপনাদের কারও কথা শোনার দরকার নেই। দুই শিশুর কথা শোনেন। অথবা সমঝোতার জন্য সময় দেন। আমরা চেষ্টা করে দেখি। 

এ সময় আদালত বলেন, আপনারা স্বামী–স্ত্রীকে নিয়ে দুই পক্ষের আইনজীবীরা বসেন। তবে সেখানে সন্তানদের রাখার প্রয়োজন নেই। এরপর আদালত আগামীকাল বুধবার আদেশের জন্য দিন ধার্য করেন। আর এ দুইদিন আগের নিয়মেই থাকবেন তাঁরা। 

এর আগে গত ১৬ সেপ্টেম্বর জাপানি শিশুদের নিয়ে বাবা-মাকে সমঝোতার বিষয়ে উভয়পক্ষের আইনজীবীদের দায়িত্ব দিয়েছিলেন হাইকোর্ট। এক্ষেত্রে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদকে ‘মুরুব্বির’ ভূমিকা পালন করতে বলেছিলেন। আদালত বলেছিলেন, শিশুদের নিয়ে সুন্দর সমাধান হলে তাঁদের ভবিষ্যতও ভালো হয়, দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয়। এতে দেশ-বিদেশ সবার জন্য ভালো হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট