ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, মেয়র পদের শপথ পাঠের বিষয়টি এখন আদালতের রায়ের ওপর নির্ভরশীল।
আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে গত ২২ মে হাইকোর্টে করা রিট খারিজ হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ সার্বিক প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এই পরিস্থিতিতে গত ২৫ মে ইশরাক হোসেন নিজেই তাঁর আইনজীবীর মাধ্যমে মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন।
এ ছাড়া, গতকাল সোমবার (২৬ মে) একজন নাগরিকের পক্ষে হাইকোর্ট বিভাগের ২২ মে দেওয়া খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দাখিল করা হয়েছে। এর ফলে ইশরাক হোসেনের শপথের বিষয়টি এখন দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।’
এই আইনি জটিলতার কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের শপথ গ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে এবং সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না।