হোম > সারা দেশ > ঢাকা

হজ প্যাকেজের মূল্য এ বছরই কমানো সম্ভব: হাব সভাপতি

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেছেন, বিমান ভাড়া কমানোর মাধ্যমে হজ প্যাকেজের মূল্য এ বছরই কমানো সম্ভব। আজ বুধবার হাব আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। 

রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে হাব সভাপতি বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে বিমান ভাড়া কমানোর বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ও এ বিষয়ে আন্তরিক রয়েছে। 

হাব সভাপতি বলেন, ‘বিমান ভাড়া নিয়ে আমাদের সঙ্গে বসলে, অবশ্যই কমানোর দিকগুলো তুলে ধরতে পারব। অবশ্যই বিমান ভাড়া কমানো সম্ভব। আর এভাবে হজ প্যাকেজের মূল্যও কমানো যাবে।’ 

হাবের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, হজ যাত্রীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে তাঁর মন্ত্রণালয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

ইফতার মাহফিলে অংশ দেন ধর্ম সচিব কাজী এনামুল হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, হাব মহাসচিব ফারুক আহমদ সরদার ও হজ পরিচালনায় নিযুক্ত বিভিন্ন এজেন্সির কর্মকর্তারা।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু