রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় ড্রামের ভেতর থেকে পোড়া-গলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স ৩০ থেকে ৪০ বছর। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মাতুয়াইলের মৃধাবাড়ী ক্যানেলের পাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ আলম বলেন, ‘সকালে খবর পেয়ে মৃধাবাড়ী ক্যানেলের পাড়ে ড্রামের ভেতরে থাকা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। মরদেহটি পোড়া ও গলিত অবস্থায় ছিল।’
এরশাদ আলম আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিরা হত্যা করে এবং মরদেহ গুম করার উদ্দেশ্যেই দাহ্য পদার্থ দিয়ে গলিয়ে বিকৃত করে প্লাস্টিকের ড্রামে ভরে ফেলে রেখে গেছে।’
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।