হোম > সারা দেশ > ঢাকা

ভাড়া নৈরাজ্য বন্ধের দাবি বাম ঐক্যের

নিজস্ব প্রতিবেদক

ভাড়া নৈরাজ্য বন্ধ ও ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশ থেকে এ দাবি জানায় দলটি। 
 
গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলমের সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিবি) মহাসচিব হারুনুর রশিদ খানসহ অন্যান্য নেতা–কর্মীরা। 

সভাপতির বক্তব্যে কমরেড সামছুল আলম বলেন, আসন্ন ঈদে দূরপাল্লার পরিবহনে ক্ষমতাসীন দলের নেতাদের চাঁদাবাজি বন্ধ করার জন্য পুলিশকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এর বাইরে অনেক যাত্রী রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়, এসব গণছিনতাই বন্ধ করার দায়িত্বও পুলিশের। 

তিনি বলেন, সচরাচর যেসব রাস্তায় যানজট তৈরি হয় সে রাস্তাগুলো এখন খোঁড়াখুঁড়ি করার কোনো মানে হয় না। ঈদের অন্তত ৫ দিন আগ থেকে এসব রাস্তার কাজ বন্ধ রাখতে হবে। 

কমরেড হারুন চৌধুরী বলেন, সারা দেশের শহর এলাকাগুলো থেকে ঈদ যাত্রীরা যাতে করে নিরাপদে গ্রামে ফিরতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে হবে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম শহর থেকে শ্রমজীবী মানুষ যেন কোনো প্রকার হয়রানি ছাড়া বাড়ি ফিরতে পারে সে ব্যবস্থা করতে হবে। 

 তিনি বলেন, প্রয়োজনে সরকারের পরিবহন পুলে সকল বাস ঈদযাত্রায় মানুষের জন্য বরাদ্দ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম থেকে সকল লোকাল রোডের ট্রেন বাতিল করে আন্তনগর ট্রেন হিসেবে সব ট্রেনকে পরিচালনার ব্যবস্থা করতে হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু