হোম > সারা দেশ > ঢাকা

আর্জেন্টিনার জয়ে টিএসসি যেন উল্লাসের নগরী

প্রতিনিধি, ঢাবি

কোপা আমেরিকায় ব্রাজিলের সঙ্গে লড়াইয়ে জেতে আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসের নগরী হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। 

আজ রোববার সকাল ৮টার সময় টিএসসি এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের একে একে জড়ো হতে দেখা যায়। আর্জেন্টিনার সমর্থকদের জড়ো হতে দেখে একে একে পালাতে শুরু করেন ব্রাজিলের সমর্থকেরা। প্রথম দিকে ব্রাজিল–সমর্থকদের দেখা গেলেও একজনকে পানি দিয়ে ভিজিয়ে দেওয়ায় আর কাউকে দেখা যায়নি। অন্যান্য সময়ের মতো করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন আবার আনন্দ–উল্লাসে মেতে উঠেছেন। 

ব্রাজিলের একাধিক সমর্থকের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা কথা বলতে রাজি হননি। 

আর্জেন্টিনার সমর্থক মেহেদী হাসান বলেন, ‘আর্জেন্টিনা সার্বিকভাবে দারুণ খেলেছে। যদিও প্রথমদিকের খেলা তেমন ভালো ছিল না। তবে মাঝামাঝি সময়ে খেলার আসল মুড ফিরে এসেছে। হাফ টাইমের পর কাউন্টার অ্যাটাকগুলো দারুণ ছিল। দেখার মতো। দীর্ঘদিন ব্রাজিল–সমর্থকদের চোখ রাঙানিকে আমরা ধুলো দিতে পেরেছি, এটা আমাদের অন্যতম বিজয়। এ বিজয় আর্জেন্টিনার ছিল। শৈল্পিক খেলার উদাহরণে আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের তুলনা হয় না। ব্রাজিলের খেলা অন্যান্য দিনের চেয়ে বাজে ছিল। মেসির জাদুকরি খেলা, ডি মারিয়ার গোল ও চুম্বকের আকর্ষণ শক্তিওয়ালা গোলকিপারের সহায়তায় এ জয় আর্জেন্টিনারই!’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট