কোপা আমেরিকায় ব্রাজিলের সঙ্গে লড়াইয়ে জেতে আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসের নগরী হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)।
আজ রোববার সকাল ৮টার সময় টিএসসি এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের একে একে জড়ো হতে দেখা যায়। আর্জেন্টিনার সমর্থকদের জড়ো হতে দেখে একে একে পালাতে শুরু করেন ব্রাজিলের সমর্থকেরা। প্রথম দিকে ব্রাজিল–সমর্থকদের দেখা গেলেও একজনকে পানি দিয়ে ভিজিয়ে দেওয়ায় আর কাউকে দেখা যায়নি। অন্যান্য সময়ের মতো করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন আবার আনন্দ–উল্লাসে মেতে উঠেছেন।
ব্রাজিলের একাধিক সমর্থকের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা কথা বলতে রাজি হননি।
আর্জেন্টিনার সমর্থক মেহেদী হাসান বলেন, ‘আর্জেন্টিনা সার্বিকভাবে দারুণ খেলেছে। যদিও প্রথমদিকের খেলা তেমন ভালো ছিল না। তবে মাঝামাঝি সময়ে খেলার আসল মুড ফিরে এসেছে। হাফ টাইমের পর কাউন্টার অ্যাটাকগুলো দারুণ ছিল। দেখার মতো। দীর্ঘদিন ব্রাজিল–সমর্থকদের চোখ রাঙানিকে আমরা ধুলো দিতে পেরেছি, এটা আমাদের অন্যতম বিজয়। এ বিজয় আর্জেন্টিনার ছিল। শৈল্পিক খেলার উদাহরণে আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের তুলনা হয় না। ব্রাজিলের খেলা অন্যান্য দিনের চেয়ে বাজে ছিল। মেসির জাদুকরি খেলা, ডি মারিয়ার গোল ও চুম্বকের আকর্ষণ শক্তিওয়ালা গোলকিপারের সহায়তায় এ জয় আর্জেন্টিনারই!’