হোম > সারা দেশ > ঢাকা

মানুষের মানবিক গুণের উন্নয়ন হতে হবে: গোলাম রহমান

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের মণিপুরী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বিকেলে বাংলাদেশ মণিপুরী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে সমাজকর্মী সমরজিত সিংহের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ মণিপুরী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী সচিব সমরজিত সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান তথ্য কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান। 

সাংবাদিক সাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, বাংলাদেশ মণিপুরী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহসভাপতি চন্দ্র কুমার সিংহ। 

আলোচনায় অংশ নেন অধ্যাপক সনজু কুমার সিংহ, লেখক সুশীল কুমার সিংহ, সমাজকর্মী রুপেন্দ্র কুমার সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, বিকুল চক্রবর্তী, নির্মল এস পলাশ, মণিপুরী যুবকল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহ, পত্রস্নান ইকো রিসোর্টে পরিচালক জসিম খান প্রমুখ। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম রহমান মণিপুরীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সকল ধর্মবর্ণ জাতি মিলে শান্তিতে বসবাস করার জন্য। এ দেশে সকল সংখ্যালঘু নিরাপদে বসবাস করার জন্য কাজ করতে হবে। সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবাই একসাথে কাজ করতে হবে। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে বঞ্চনা থেকেই যাবে। উন্নয়নের পাশাপাশি মানুষের মানবিক গুণের উন্নয়ন হতে হবে।’ 

সভায় মণিপুরী নিজস্ব কমিউনিটির মধ্যে খাসজমি বন্দোবস্ত করা, বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মণিপুরীদের কোটা পদ্ধতি সঠিক বণ্টন করা, মণিপুরী এলাকায় সরকারি লীজকৃত জমি মণিপুরীদের মধ্যে লিজের ব্যবস্থা করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ