হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে তাজিয়া মিছিলের আদলে ‘হায় সাঈদ, হায় ওয়াসিম’ মাতম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে নিহত ৬ জনকে স্মরণ করে নারায়ণগঞ্জে মাতম মিছিল করেছে আন্দোলনকারীরা। তাজিয়া মিছিলের আদলে ‘হায় সাঈদ, হায় ওয়াসিম’ মাতমে মিছিল করেন তাঁরা।

আজ বুধবার বেলা সোয়া ৩টায় চাষাঢ়া গোলচত্বর থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা বুকে-পিঠে নিহত ব্যক্তিদের নাম লিখে মাতম করতে থাকেন। বুক চাপড়ে ‘হায় সাঈদ, হায় ওয়াসিম, হায় ফয়সাল’ বলে মাতম করেন আন্দোলনকারীরা। 

মিছিলটি নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের গ্রীনলেস ব্যাংকের মোড় ঘুরে প্রেসক্লাবের সামনে জড়ো হয়। সেখানে দীর্ঘক্ষণ মাতম স্লোগান দিয়ে পথসভা করেন আন্দোলনকারীরা। নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা বলেন, ‘আমরা মহররমের তাজিয়া মিছিলের আদলে একটি প্রতীকী মিছিল করেছি। এর সঙ্গে ধর্মীয় কোনো সম্পর্ক নেই। গতকাল কোটা আন্দোলনে যুক্ত হওয়ায় আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। তাঁদের স্মরণে আমরা এই মাতম মিছিল করেছি। আমরা মনে করি, ইয়াজিদের অনুসারীদের হাতেই মৃত্যু হয়েছে আমাদের ভাইদের।’ 

আন্দোলনের পরবর্তী কার্যক্রম জানতে চাইলে ফারহানা মানিক মুনা বলেন, ‘আন্দোলনের গতিপথ নির্ধারণ করবে শিক্ষার্থীরাই। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ এই আন্দোলন চলবে। ২০১৮ সালে আন্দোলন হয়েছিল, ২০২৪ সালে আন্দোলন ফিরে এসেছে। এটা মনে করার কোনো কারণ নেই যে মেরে-কেটে আন্দোলন স্থবির করে রাখা যাবে। মানুষ প্রতিবাদ করবেই।’

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা