হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগ-যুব মহিলা লীগের ২ নেতা গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

তপু নন্দী ও জুলিয়া আক্তার। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় মামলায় ছাত্রলীগ ও যুব মহিলা লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর কোতোয়ালির তাঁতীবাজার ও রূপনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন-কোতোয়ালির ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তপু নন্দী ও রূপনগর থানা যুব মহিলা লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুলিয়া আক্তার।

আজ বুধবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কোতোয়ালির ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তপু নন্দীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কোতোয়ালির তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার তপু নন্দী বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলার এজাহার নামিয় আসামি। গত ৫ আগস্ট কোতোয়ালি থানার নবাব সিরাজদ্দৌলা জিন্দাবাহার পার্ক এলাকায় সরকার পতনের এক দফা আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে অংশ নেয় মো. সুজন। এ সময় আন্দোলনকারীদের ওপর অস্ত্র নিয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় সুজনসহ আরও অনেকে হতাহত হন। সুজন বাদী হয়ে গত ৩ নভেম্বর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ওই মামলায় এজাহার নামীয় আসামি তপু নন্দী। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কোতোয়ালির তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে রূপনগর থানাধীন আবাসিক এলাকার ২৩ নম্বর রোডে অভিযান চালিয়ে রূপনগর থানা যুব মহিলা লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুলিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে ডিএমপির রূপনগর থানা-পুলিশ। তাকে মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. শামীম হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে