হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজার পৌরসভায় সুন্দর আলীর জয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুন্দর আলী। রাতে ভোট গণনা শেষে ফল প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম।

নির্বাচনে সুন্দর আলী পেয়েছেন ৯ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট। এ ছাড়া নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী ১ হাজার ৩৩৯ ভোট এবং মোবাইল প্রতীকে মামুন অর রশিদ ২ হাজার ১০৭ লাভ করেন। 

সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হয়। ২৪ হাজার ৪৫৬ জন ভোটারের মধ্যে ১৮ হাজার ৩৩৮ টি বৈধ ভোট পরে। এছাড়া বাতিল হয়েছে ৪৪ টি ভোট। 

বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনে ৬১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। 

নির্বাচনে ভোট গ্রহণ সমাপ্ত হওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন মামুন অর রশিদ এবং হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম। মামুন বলেন, শুরু থেকেই নৌকার লোকজন কেন্দ্রগুলোয় প্রভাব বিস্তার করছিল। তাদের যেভাবে খুশী সেভাবেই ভোট দিতে বাধ্য করছিল ভোটারদের। অন্যান্য পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে চুপ করে রাখে। প্রশাসনের সামনে দিয়েই এসব হয়েছে। মৌখিক অভিযোগ করলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।

একই বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রশাসন এখানে নিরপেক্ষ ছিলো না বলেই মনে করি। ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে আমার বাবা কেন্দ্রে ঢুকতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হয়নি অথচ একটু পরে ঠিকই নৌকার প্রার্থী কেন্দ্রে ঢুকেছে। এমন নানান ভাবে প্রশাসন আমাদের অসহযোগীতা করেছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন