হোম > সারা দেশ > ঢাকা

দোকানে মিলল মুদি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে দোকানের ভেতর থেকে এক মুদি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রঘুনাথ দাস (৬০)। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘরা বাজারে দোকানে লাশটি পাওয়া যায়।

স্থানীয় ও পরিবারের লোকজন জানিয়েছেন, বাঘরা বাজারের মুদি দোকান থেকে রোজগারের টাকায় ক্ষুদ্র মুদি ব্যবসায়ী রঘুনাথ দাস সংসার চলতো। কয়েক মাস ধরে ঋনের কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি।

রঘুনাথের কলেজপড়ুয়া মেয়ে জয়া দাস জানান, বিভিন্ন এনজিও ও স্থানীয় মহাজনের কাছ থেকে নেওয়া ঋণের টাকা ফেরত দিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তার বাবা। গত চারদিন ধরেই তিনি বাড়িতে ফিরছিলেন না। জয়া বলেন, ‘বাবা কয়েকদিন ধরে কারও সঙ্গে ঠিকমতো কথাও বলতেন না। আমরা বুঝতে পারিনি, বাবা এমন কিছু করে বসবেন।’

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, মুদি ব্যবসায়ী রঘুনাথ রোববার দিবাগত গভীর রাতের যেকোনো সময় নিজের মুদি দোকানের ভেরত বৈদ্যুতিক পাখার সঙ্গে রশি দ্বারা গলায় ফাঁস দেন। সোমবার সকালে স্থানীয়রা দোকানের সাটার খোলা অবস্থায় দেখতে পান। পরে লাশ ঝুলতে দেখে থানায় খবর দেন।

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। আমরা শুনেছি ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। আর এ কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।’

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২