হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে সাহিনুদ্দিন হত্যা: সাবেক এমপি আউয়ালসহ আসামিদের বিরুদ্ধে দেওয়া সম্পূরক চার্জশিটও প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সন্তানের সামনে সাহিনুদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালসহ ১৬ জনের বিরুদ্ধে দাখিল করা সম্পূরক চার্জশিটও প্রত্যাখ্যান করেছেন মামলার বাদী। 

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে হাজির হয়ে বাদী নারাজি আবেদন করবেন বলে জানান।

বাদীপক্ষের আইনজীবী গোলাম সারওয়ার খান জাকির আদালতে নারাজির আবেদন করবেন বলে সময় চান। আদালত আগামী ১৩ নভেম্বর নারাজি আবেদন দাখিলের তারিখ ধার্য করেন।

এদিকে এম এ আউয়ালসহ জামিনপ্রাপ্ত সব আসামির জামিন বাতিল চেয়ে আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। আবেদনে উল্লেখ করা হয়, এম এ আউয়ালসহ জামিনপ্রাপ্ত আসামিরা বাদী এবং মামলার সাক্ষীদের বিভিন্নভাবে মামলা প্রত্যাহারের জন্য এবং সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন।

আদালত এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীর নারাজি আবেদন গ্রহণ করে গত বছর ১২ মে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অধিকতর তদন্তের নির্দেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গত বছর ১৩ ফেব্রুয়ারি ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন যাঁদের অভিযুক্ত করেছেন, তাঁরা হলেন এম এ আউয়াল, সুমন ব্যাপারী, টিটু, কিবরিয়া, মুরাদ হোসেন, আবু তাহের, ইব্রাহিম সুমন, রকি তালুকদার, শফিকুল ইসলাম, তুহিন মিয়া, হারুন অর রশীদ, তারিকুল ইসলাম, নুর মোহাম্মদ, হাসান ও ইকবাল হোসেন।

পরে পিবিআই তদন্ত করে গত ১৭ সেপ্টেম্বর প্রতীক আহমেদ সচিব নামে আরেক আসামিকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। 

বাদীর আইনজীবী গোলাম সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, এই হত্যাকাণ্ডে আরও আসামি জড়িত রয়েছে। ডিবি ও পিবিআই প্রভাবিত হয়ে তাঁদের মামলায় অন্তর্ভুক্ত করছে না। এই কারণে বাদী আবারও নারাজি দেবেন।

গত বছর ১৬ মে বিকেলে জমির বিরোধের মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের সময় সাহিনুদ্দিনের ছেলে উপস্থিত ছিল। 

পরে নিহতের মা আকলিমা বেগম ২০২১ সালের ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন