হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে সাহিনুদ্দিন হত্যা: সাবেক এমপি আউয়ালসহ আসামিদের বিরুদ্ধে দেওয়া সম্পূরক চার্জশিটও প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সন্তানের সামনে সাহিনুদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালসহ ১৬ জনের বিরুদ্ধে দাখিল করা সম্পূরক চার্জশিটও প্রত্যাখ্যান করেছেন মামলার বাদী। 

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে হাজির হয়ে বাদী নারাজি আবেদন করবেন বলে জানান।

বাদীপক্ষের আইনজীবী গোলাম সারওয়ার খান জাকির আদালতে নারাজির আবেদন করবেন বলে সময় চান। আদালত আগামী ১৩ নভেম্বর নারাজি আবেদন দাখিলের তারিখ ধার্য করেন।

এদিকে এম এ আউয়ালসহ জামিনপ্রাপ্ত সব আসামির জামিন বাতিল চেয়ে আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। আবেদনে উল্লেখ করা হয়, এম এ আউয়ালসহ জামিনপ্রাপ্ত আসামিরা বাদী এবং মামলার সাক্ষীদের বিভিন্নভাবে মামলা প্রত্যাহারের জন্য এবং সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন।

আদালত এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীর নারাজি আবেদন গ্রহণ করে গত বছর ১২ মে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অধিকতর তদন্তের নির্দেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গত বছর ১৩ ফেব্রুয়ারি ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন যাঁদের অভিযুক্ত করেছেন, তাঁরা হলেন এম এ আউয়াল, সুমন ব্যাপারী, টিটু, কিবরিয়া, মুরাদ হোসেন, আবু তাহের, ইব্রাহিম সুমন, রকি তালুকদার, শফিকুল ইসলাম, তুহিন মিয়া, হারুন অর রশীদ, তারিকুল ইসলাম, নুর মোহাম্মদ, হাসান ও ইকবাল হোসেন।

পরে পিবিআই তদন্ত করে গত ১৭ সেপ্টেম্বর প্রতীক আহমেদ সচিব নামে আরেক আসামিকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। 

বাদীর আইনজীবী গোলাম সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, এই হত্যাকাণ্ডে আরও আসামি জড়িত রয়েছে। ডিবি ও পিবিআই প্রভাবিত হয়ে তাঁদের মামলায় অন্তর্ভুক্ত করছে না। এই কারণে বাদী আবারও নারাজি দেবেন।

গত বছর ১৬ মে বিকেলে জমির বিরোধের মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের সময় সাহিনুদ্দিনের ছেলে উপস্থিত ছিল। 

পরে নিহতের মা আকলিমা বেগম ২০২১ সালের ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট