হোম > সারা দেশ > ঢাকা

গাবতলীতে যাত্রীর চাপ কম, ঠিক সময়ে ছাড়ছে গাড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ চাঁদ উঠলে শনিবার ঈদ। কর্মব্যস্ত রাজধানী ছেড়ে পরিবার-পরিজনের সঙ্গে উৎসবে মাততে শেষ সময়েও বাড়ির পথ ধরেছেন অনেকেই। তবে অন্যবারের চেয়ে শেষ সময়ে বাড়ি ফেরা মানুষের আনাগোনা অনেকটাই কম বলে মনে করছেন গাবতলী টার্মিনালের দূরপাল্লার বাসের কাউন্টার মাস্টাররা। নেই চিরচেনা যানজট। এর জন্য কোনো গাড়ির শিডিউলও ভাঙেনি। নির্ধারিত সময়েই ছেড়ে যেতে দেখা গেছে বিভিন্ন জায়গায় দূরপাল্লার বাস। 

সকাল ১০টায় কথা হয় উত্তরবঙ্গগামী রোজিনা পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুল কাঈয়ুমের সঙ্গে। তিনি বলেন, ‘শেষ সময়ে প্রতিবার যে যাত্রীর চাপ থাকে, এবার তেমন নেই। যাত্রী খুব কম। গতবারও যাত্রীদের চাপে দম ফেলার অবস্থা ছিল না এ সময়। কিন্তু দেখেন, এখন আমরা আরামসে বসে আছি।’ 

কথা হয় হানিফ এন্টারপ্রাইজ ও সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টারদের সঙ্গে। কোনো গাড়ির শিডিউল ফেঁসেছে কি না, জানতে চাইলে তারা জানান, সকালের প্রতিটি গাড়িই নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে গেছে। কোনো গাড়িরই শিডিউল ফাঁসেনি। 

গত কয়েকবারের তুলনায় এবার শেষ সময়ে যাত্রী কম হলেও একেবারেই ফাঁকা না গাবতলী টার্মিনাল। সকালে টার্মিনাল ঘুরে দেখা গেছে, আগে থেকেই টিকিট করে রাখা যাত্রীদের উপস্থিতি যেমন আছে, তেমনি কাউন্টারে এসে টিকিট খুঁজছেন এমন যাত্রীও আছে। রোজিনা কাউন্টারে এসে রংপুরের টিকিট খুঁজছিলেন আরমান ও সোয়েব ৷ তাঁদের সঙ্গে কথা হলে বলেন, ‘যাব কি যাব না করে টিকিট করা হয়েছিল না আগে। কাল রাতে মনে হলো চলে যাই। সকালেই বেরিয়ে পড়েছি। তুলনামূলক ভালো গাড়ির টিকিট পাচ্ছি না। কয়েকটা কাউন্টার ঘুরলাম। যেসব গাড়ির টিকিট পাচ্ছি, সেগুলো আবার কোয়ালিটির তুলনায় টিকিটের দাম বেশি। 

স্ত্রীকে সঙ্গে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ যাবেন আয়নাল মিয়া। ১১টা ৪৫ মিনিটে তাঁদের গাড়ি ৷ তিনি বলেন, রাস্তা ফাঁকা থাকায় এবার তেমন ভোগান্তি হচ্ছে না। আমরা একটু সকাল সকাল আসছি। ভালো গাড়ির সিট পেয়েছি। বাকিটা রওনা দিলে রাস্তায় বোঝা যাবে।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি