হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ইয়াবাসহ ২ রোহিঙ্গা শিশু গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ দুজন রোহিঙ্গা শিশুকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিন)। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বিমানবন্দরের এয়ারপোর্ট রেস্টুরেন্টের সামনে থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সাদ্দাম হোসেন (১৫) ও মো. আমিন (১৪)। তারা কক্সবাজার টেকনাফের ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই এর বাসিন্দা মো. সেলিমের ছেলে ছাদ্দাম হোসেন এবং একই ব্লকের আব্দুস সালামের ছেলে আমিন। 

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত টহল দেওয়ার সময় দুজন রোহিঙ্গা শিশুকে সন্দেহ হয়। পরে তাদের দুজনের পকেট তল্লাশি করে প্যাকেটে মোড়ানো অবস্থায় প্রায় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার গণনা চলছে।’ 

জিয়াউল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট টেকনাফ থেকে ঢাকায় নিয়ে এসেছে। তাদেরকে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। ওই নম্বরে যোগাযোগ করে এসব ইয়াবা ট্যাবলেট পৌঁছে দেওয়ার কথা ছিল। 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট