হোম > সারা দেশ > ঢাকা

আদালতে কাঁদতে কাঁদতে এ্যানি বললেন থানায় তাঁকে মানসিক নির্যাতন করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানির সময় আদালতকে এ্যানি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাকে থানায় নিয়ে মানসিক নির্যাতন করা হয়েছে।’

গত ২৩ মে রাজধানীর সিটি কলেজের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়। পুলিশের দায়ের করা এই মামলায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম রয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই শহীদী হাসান রিমান্ড আবেদনে বলেন, ‘গত ২৩ মে রাজধানীর সিটি কলেজের সামনে নাশকতামূলক কর্মকাণ্ড করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সেদিন আসামিরা পুলিশের ওপর আক্রমণ করে, ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরস্পর যোগসাজশে সরকার উৎখাত করাসহ জনসাধারণের জানমালের ক্ষতিসাধন করার জন্য আসামিরা এই কাজ করেছে। এ্যানিও এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত ছিল তাদের শনাক্ত করা প্রয়োজন।’

রিমান্ড শুনানির সময় এ্যানিকে আদালতে হাজির করা হয়। তিনি আদালতে কথা বলেন। আদালতকে এ্যানি বলেন, গভীর রাতে পুলিশ তার বাসা ঘিরে ফেলে। তিনি পুলিশকে অপেক্ষা করতে বলেন। পুলিশকে এ্যানি বলেন, ‘ফজরের নামাজ পড়ে আমি বের হচ্ছি।’ কিন্তু পুলিশ অপেক্ষা না করেই বাসার দরজা ভেঙে তাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসে। এ সময় পুলিশ মারমুখী ছিল।

এ্যানিকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ধানমন্ডির বাসা থেকে আটক করে ধানমন্ডি থানা-পুলিশ। আজ সকালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এ্যানিকে আটকের বিষয়টি জানান। জহির উদ্দিন স্বপন বলেন, ‘মধ্যরাতে এ্যানিকে দরজা ভেঙে তুলে নিয়ে গেছে পুলিশ।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট