হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ শিশু ও স্বামী-স্ত্রী দগ্ধ

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাবনগর এলাকায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, তোফাজ্জল হোসরন (৩২) ও তার স্ত্রী মানসুরা আক্তার (২৪) তাদের তিন কন্যা সন্তান তানিশা (১১) মিথিলা (৭) ও তানজিলা (৪)।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আফতাব নগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি বাসায় নিচ তলায় এই অগ্নিকাণ্ডে তাঁরা দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাঁদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

প্রতিবেশী মেশারফ হোসেন জানান, আফতাব নগর দক্ষিণ আনন্দনগর এলাকার একটি বাসার নিচতলায় স্বামী-স্ত্রী তিন সন্তানকে নিয়ে ভাড়া থাকেন। তোফাজ্জল শ্রমিক। গ্যাস লিকেজের কারণে বাসায় জমে থাকা গ্যাসে কোনো কারণে আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। সে সময় স্বামী-স্ত্রী ও তাঁদের তিন কন্যা দগ্ধ হয়। ঘটনার পরপরই লোকজন আগুন নিভিয়ে ফেলে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, আফতাবনগরে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। তাঁদের মধ্যে তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ, স্ত্রী মানসুরার ৬৭ শতাংশ, তানিশার ৩০ শতাংশ, মিথিলার ৬০ শতাংশ ও তানজিলার ৬৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯