হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ শিশু ও স্বামী-স্ত্রী দগ্ধ

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাবনগর এলাকায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, তোফাজ্জল হোসরন (৩২) ও তার স্ত্রী মানসুরা আক্তার (২৪) তাদের তিন কন্যা সন্তান তানিশা (১১) মিথিলা (৭) ও তানজিলা (৪)।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আফতাব নগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি বাসায় নিচ তলায় এই অগ্নিকাণ্ডে তাঁরা দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাঁদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

প্রতিবেশী মেশারফ হোসেন জানান, আফতাব নগর দক্ষিণ আনন্দনগর এলাকার একটি বাসার নিচতলায় স্বামী-স্ত্রী তিন সন্তানকে নিয়ে ভাড়া থাকেন। তোফাজ্জল শ্রমিক। গ্যাস লিকেজের কারণে বাসায় জমে থাকা গ্যাসে কোনো কারণে আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। সে সময় স্বামী-স্ত্রী ও তাঁদের তিন কন্যা দগ্ধ হয়। ঘটনার পরপরই লোকজন আগুন নিভিয়ে ফেলে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, আফতাবনগরে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। তাঁদের মধ্যে তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ, স্ত্রী মানসুরার ৬৭ শতাংশ, তানিশার ৩০ শতাংশ, মিথিলার ৬০ শতাংশ ও তানজিলার ৬৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই