হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় ‘মাদক কারবারিদের’ গুলিতে আহত ব্যক্তির ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তের গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ ১ মাস ৮ দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের ২১৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর দেড়টার দিকে আনোয়ার হোসেনের মৃত্যু হয়। ঘটনাটি বাড্ডা থানা-পুলিশকে জানানো হয়েছে।

নিহতের খালাতো ভাই আব্দুল জব্বার জানান, আনোয়ারের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। বাবার নাম আবুল কালাম। নিহতের এক ছেলে ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। বর্তমানে আনোয়ার ও জব্বার বাড্ডার বৈঠাখালি এলাকায় থাকেন। সেখানে গরুর খামার রয়েছে আনোয়ারের।

গত ৮ মে রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা আনন্দনগর টেকপাড়া এলাকায় দুর্বৃত্তরা আনোয়ারকে লক্ষ্য করে একাধিক গুলি করে। এতে বেশ কয়েকটি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। ওই দিন রাতেই তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে সেখান থেকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালসহ আরও একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। সবশেষ তাঁকে ১২ জুন আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কয়েকবার তাঁর অস্ত্রোপচার হয়।

আব্দুল জব্বার আরও জানান, এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে আনোয়ারের দ্বন্দ্ব চলছিল। তার জেরেই স্থানীয় মাদক কারবারি নয়ন, সালাউদ্দিন, দেলোয়ারসহ আরও কয়েকজন মিলে তাঁকে গুলি করেছিল।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি