হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকেরা এই সড়ক অবরোধ করে রাখে।

অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। তবে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনে প্রায় কয়েকশত শ্রমিক কর্মরত রয়েছে। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে। আর শ্রমিক ছাঁটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় না। শ্রমিকদের সঙ্গে স্টাফরা খারাপ আচরণ করে। সকাল ৮টার এক মিনিট পর কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হয় না। মালিকের কঠিন ও মনগড়া নিয়ম বাতিল করতে হবে। সম্প্রতি শ্রমিকেরা দাবি দাওয়া তুললে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।

অসন্তোষের বিষয়ে নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, কারখানার ভেতরে শ্রমিকদের এই অসন্তোষ বেশ কিছুদিন ধরে। এর আগেও একাধিকবার অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্টের ঝামেলা রয়েছে। পাওনা পরিশোধ করে কিছু শ্রমিক ছাঁটাই করেছে। কারখানা বন্ধ ঘোষণা করায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকেরা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিকেল পর্যন্ত সড়ক অবরোধ চলার পর তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। সড়ক অবরোধ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির