হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, দুই বাসে আগুন 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার বিভিন্ন কারকানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবারও বিক্ষোভ করেন। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত উত্তেজিত শ্রমিকেরা দুটি বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী ও কাশিমপুর থানার আশপাশের এলাকায় সকাল ৯টার দিকে শ্রমিকদের বিক্ষোভ চলছিল। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলমুখী লেনে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব প্রান্তে আজমেরী পরিবহনের যাত্রীবাহী দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।  এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

পরে পুলিশ, বিজিবি, র‌্যাবের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেলা ১১টার দিকে যান চলাচল পুনরায় শুরু হয়। ঘটনার পর আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, ‘কোনাবাড়ীতে শ্রমিকেরা সড়ক অবরোধ করে এবং দুটি বাসে আগুন দিয়েছে।  শ্রমিকেরা যেন কোনো সহিংসতা না করে, সে জন্য সড়কে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য রয়েছেন। বেতনের বিষয়ে মজুরি বোর্ডের সিদ্ধান্ত হবে। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে