হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগের মনোনয়ন পাইয়ে দিতে প্রতারণা: বাবা ও মেয়ে রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দিতে ২০ কোটি টাকা দাবির প্রতারণার মামলায় গ্রেপ্তার বাবা ও মেয়েকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।

বাবা ও মেয়ে হলেন মো. ইয়াসিন (৪৬) ও তার মেয়ে সুরাইয়া ইয়াসমিন (২২)।

বিকেলে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় করা প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুজনকে গতকাল শুক্রবার সকালে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে আটক করে পুলিশ।

মনোনয়নপ্রত্যাশীদের মোবাইল নম্বর জোগাড় করে ২০ কোটি টাকার বিনিময়ে মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলতেন এই বাবা-মেয়ে। বিশ্বাস তৈরির জন্য ব্যবহার করতেন একটি বিশেষ অ্যাপ। কল দিলেই মোবাইল ফোনে ভেসে উঠত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন ব্যক্তির নাম ও ছবি। সম্প্রতি একজন মনোনয়নপ্রত্যাশী প্রার্থী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে ফোনে কল করেন এই প্রতারকেরা। বাবা-মেয়ে তাঁকে বলেন, ‘আপনার মনোনয়নের বিষয়ে বিশেষ নির্দেশনা রয়েছে। আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবেন। এ জন্য দলের ফান্ডে আপনাকে ২০ কোটি টাকা দিতে হবে। আপনি এই টাকা রেডি রাখবেন। যখন জমা দিতে বলা হবে, তখন দেবেন। আর অল্প সময়ের মধ্যে আপনি দেখা করবেন।’

মনোনয়নপ্রত্যাশী ওই নেতা পরে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতাকে বিষয়টি জানান। এটি প্রতারণা বুঝতে পেরে তখন তিনি ডিবিতে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রতারক বাবা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়। 

রিমান্ড আবেদনে বলা হয়েছে, বাবা ও মেয়ে একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এই চক্রের অন্য সদস্য কারা তা খুঁজে বের করতে হবে। এ জন্য দুইজনকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন