হোম > সারা দেশ > ঢাকা

১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

কার্তুজ উদ্ধারের সময় গ্রেপ্তার জুয়েল মিয়া রাসেল। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাতের এই অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ।

গ্রেপ্তার ব্যক্তির নাম জুয়েল মিয়া রাসেল (২৫)। তিনি রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মৃত হাবিব মিয়ার ছেলে।

ওসি মো. আদিল মাহমুদ জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানির মূল গেটের সামনে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ব্যক্তির ব্যাগ থেকে ১০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) ইকরাম উজ্জামন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল রানার সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি আদিল মাহমুদ।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, এসআই ইকরাম উজ্জামন ও এএসআই জুয়েল রানা প্রমুখ।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন