হোম > সারা দেশ > ঢাকা

১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

কার্তুজ উদ্ধারের সময় গ্রেপ্তার জুয়েল মিয়া রাসেল। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাতের এই অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ।

গ্রেপ্তার ব্যক্তির নাম জুয়েল মিয়া রাসেল (২৫)। তিনি রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মৃত হাবিব মিয়ার ছেলে।

ওসি মো. আদিল মাহমুদ জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানির মূল গেটের সামনে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ব্যক্তির ব্যাগ থেকে ১০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) ইকরাম উজ্জামন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল রানার সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি আদিল মাহমুদ।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, এসআই ইকরাম উজ্জামন ও এএসআই জুয়েল রানা প্রমুখ।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ