হোম > সারা দেশ > ঢাকা

১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

কার্তুজ উদ্ধারের সময় গ্রেপ্তার জুয়েল মিয়া রাসেল। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাতের এই অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ।

গ্রেপ্তার ব্যক্তির নাম জুয়েল মিয়া রাসেল (২৫)। তিনি রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মৃত হাবিব মিয়ার ছেলে।

ওসি মো. আদিল মাহমুদ জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানির মূল গেটের সামনে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ব্যক্তির ব্যাগ থেকে ১০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) ইকরাম উজ্জামন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল রানার সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি আদিল মাহমুদ।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, এসআই ইকরাম উজ্জামন ও এএসআই জুয়েল রানা প্রমুখ।

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি