হোম > সারা দেশ > ঢাকা

‘নারীর জন্য নিরাপদ ও শঙ্কাহীন চলাচল চাই’ শীর্ষক হ্যাশট্যাগ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ক্যাম্পেইন (#আঁধারভাঙারশপথ) এর আয়োজন করেছে আমরাই পারি জোট। ক্যাম্পেইনের মূল বার্তাটি ছিল ‘নারীর জন্য নিরাপদ ও শঙ্কাহীন চলাচল চাই, দিন কিংবা রাতে যেকোনো সময়ে’। হ্যাশট্যাগ (#) হিসেবে ব্যবহৃত হয়েছিল #আঁধারভাঙারশপথ এবং #EnlightenagainstDarkness। 

নারী দিবসের প্রথম প্রহরে আমরাই পারি জোট ‘আঁধার ভাঙার শপথ’ নামে একটি অনলাইন কর্মসূচির আয়োজন করে। সেখান থেকে আহ্বান রাখা হয় যে, নারী দিবসের প্রথম প্রহর তথা রাত ১২টা ১ মিনিট থেকে ৮ই মার্চ সারা দিনব্যাপী নিজেদের ফেসবুক টাইমলাইনে একটি মোমবাতি হাতে নিয়ে ছবি পোস্টের মাধ্যমে হ্যাশট্যাগ ক্যাম্পেইনে যুক্ত হতে। সেই আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের শতাধিক মানবাধিকারকর্মী, নারী অধিকারকর্মী, উন্নয়নকর্মী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইনে নারীর জন্য নিরাপদ ও শঙ্কাহীন চলাচলের বার্তা ছড়িয়ে দেয়। এই হ্যাশট্যাগ ক্যাম্পেইনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী প্রায় ৫০০০ মানুষের কাছে একযোগে বার্তাটি ছড়িয়ে যায়। 

আমরাই পারি জোট সবক্ষেত্রে নারী-পুরুষের সমতা ও সমঅংশীদারত্ব নিশ্চিতকরণের পাশাপাশি নারীর জন্য প্রতিটি স্থান, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তকে নিরাপদ করার জোরালো দাবি জানায়। আমরা জানি নারীর চলাচলের স্বাধীনতায় প্রতিবন্ধকতা তৈরি করে মনের আঁধার, রাতের আঁধার নয়। সেই মনের আঁধার ভেঙে ফেলার বার্তা দিতেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়োজন করা হয়েছে এই হ্যাশট্যাগ ক্যাম্পেইনটি। 

এ প্রসঙ্গে আমরাই পারি জোটের প্রধান নির্বাহী জিনাত আরা হক বলেন, ‘আমরা চাই, দিন-রাত যেকোনো সময়, চব্বিশ ঘণ্টায়, ঘরে-বাইরে প্রতিটি নারী যেন স্বাধীনভাবে, নিঃসংকোচে, নিরাপদে এবং শঙ্কাহীনভাবে চলাচল করতে পারে। একজন নাগরিক হিসেবে নারীকে তার মৌলিক অধিকারগুলো স্বাধীনভাবে উপভোগ করতে দিতে হবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট