হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা নদীতে চাঁদা তোলায় ২ জনের কারাদণ্ড 

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে পদ্মা নদীতে চাঁদা তোলার অভিযোগে দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দেশীয় অস্ত্র ও টাকাসহ তাঁদের আটক করে মাওয়া কোস্টগার্ডের সদস্যরা।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. সোহেল বেপারী (২৪) ও মো. কুরবান আলী।

মাওয়া কোস্টগার্ডের পিও (সিডি) বুলবুল আহমেদ বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার দিকে লৌহজং উপজেলার পদ্মা নদীতে তিনজন ব্যক্তি ট্রলার করে বাল্কহেড থেকে চাঁদা তুলছিলেন। এ সময় আমরা তাঁদের ধাওয়া করি। পরে তাঁরা গাওদিয়া চরে তাঁদের ব্যবহৃত ট্রলার রেখে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজন পালিয়ে গেছেন। ওই ট্রলার থেকে দেশীয় অস্ত্র, লাঠি ও চাঁদাবাজির ৯ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। পরে লৌহজং এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।’

লৌহজং অ্যাসিলেন্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদার বলেন, পদ্মা নদীতে চাঁদা তোলার সময় দুজনকে আটক করা হয়। তাঁদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট