হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা নদীতে চাঁদা তোলায় ২ জনের কারাদণ্ড 

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে পদ্মা নদীতে চাঁদা তোলার অভিযোগে দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দেশীয় অস্ত্র ও টাকাসহ তাঁদের আটক করে মাওয়া কোস্টগার্ডের সদস্যরা।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. সোহেল বেপারী (২৪) ও মো. কুরবান আলী।

মাওয়া কোস্টগার্ডের পিও (সিডি) বুলবুল আহমেদ বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার দিকে লৌহজং উপজেলার পদ্মা নদীতে তিনজন ব্যক্তি ট্রলার করে বাল্কহেড থেকে চাঁদা তুলছিলেন। এ সময় আমরা তাঁদের ধাওয়া করি। পরে তাঁরা গাওদিয়া চরে তাঁদের ব্যবহৃত ট্রলার রেখে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজন পালিয়ে গেছেন। ওই ট্রলার থেকে দেশীয় অস্ত্র, লাঠি ও চাঁদাবাজির ৯ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। পরে লৌহজং এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।’

লৌহজং অ্যাসিলেন্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদার বলেন, পদ্মা নদীতে চাঁদা তোলার সময় দুজনকে আটক করা হয়। তাঁদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন