হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা ও মুন্সীগঞ্জে সংঘর্ষে আহত ১২ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দুপুর পর্যন্ত ১২ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধও রয়েছেন। 

রাজধানীর শাহবাগ, শনির আখড়া, গুলিস্তান ও মুন্সিগঞ্জ এলাকা থেকে তাঁদের নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই পর্যন্ত সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ১২ জন চিকিৎসা নিতে এসেছে।’

এর আগে রোববার সকালে ঢামেক সূত্র জানায়, শাহবাগে ছাত্রলীগ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতেরা হলেন মাহিন (২৫), হাসিবুর রহমান (৩০), সুভাষ (২৪), তানভীর রহমান (২০) ও সেলিম (৪০)। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহবাগে আহত অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বেলা ১১টা থেকে পৌনে ১২টা নাগাদ তাঁদের হাসপাতালে নেওয়া হয়। 

এর আগে সকাল সাড়ে ১০টায় বিভিন্ন এলাকা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন বিক্ষোভকারীরা। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে ছাত্রলীগের একদল নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে বিক্ষোভকারীরা তাঁদের ধাওয়া করলে তাঁরা হাসপাতাল চত্বরে ঢুকে পড়েন এবং সেখান থেকে ইট-পাটকেল ছুড়তে থাকেন। সড়ক থেকে বিক্ষোভকারীরাও তাঁদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন। 

একপর্যায়ে একদল বিক্ষোভকারী হাসপাতালের ফটকে উঠে এবং ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখান থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায় তাঁদের।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন