হোম > সারা দেশ > ঢাকা

২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে থাকছে ৬ স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনার।

ডিএমপি কমিশনার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদের আগমন বা তাঁদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে নেওয়া হয়েছে এই সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ডিএমপির নির্দেশনা মানতে সর্বসাধারণের প্রতি আহ্বানও জানান কমিশনার। 

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি নেই জানিয়ে মোহা. শফিকুল ইসলাম বলেন, ইউনিফর্ম পুলিশ, পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট, ডিবি, র‍্যাব ও সোয়াতের টিম থাকবে। ছয় স্তরের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

প্রতি রাস্তায় আলাদা চেকপোস্ট থাকবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুরো এলাকা সিসিটিভি দিয়ে নিয়ন্ত্রণ করা হবে। শহীদ মিনারের আশপাশে মেস ও আবাসিক হোটেলে রাত থেকে তল্লাশি শুরু হবে। 

মোহা. শফিকুল ইসলাম বলেন, এবার একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো হুমকি নেই। তার পরও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ডিএমপি কমিশনার বলেন, করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব মেনে সবাইকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে হবে। শহীদ মিনার এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে। আর বিদেশি কূটনীতিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব