হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত কিশোরের নাম মোয়াজ (১৫)। সে পশ্চিম নাখালপাড়া এলাকার ইয়াহিয়া শরীফের ছেলে। 

ঢামেক হাসপাতালে মোয়াজের চাচা মো. কাউসার আহমেদ আজকের পত্রিকাকে জানান, মোয়াজ মানসিক প্রতিবন্ধী ছিল। সে পশ্চিম নাখালপাড়ায় নিজেদের বাড়ি থেকে সকালে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায়। এরপর তাঁরা খবর পান, বাসার কাছে নাখালপাড়া বড় মসজিদের সামনে রেললাইনে ট্রেনের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মোয়াজ। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোয়াজকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে তেজগাঁও নাখালপাড়া থেকে স্বজনেরা এক কিশোরকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্বজনেরা জানিয়েছেন, ট্রেনের ধাক্কায় আহত হয়েছিল। 

মোয়াজের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু