হোম > সারা দেশ > টাঙ্গাইল

গাজীপুরের সাব-রেজিস্ট্রারের টাকার পাহাড়: ব্যাংক হিসাবসহ ১১ কোটি টাকার সম্পদ জব্দ

টাঙ্গাইল প্রতিনিধি

গাজীপুর কালিয়াকৈরের সাব-রেজিস্ট্রার মো. নূরুল আমিন তালুকদার ও তার স্ত্রী–মেয়ের নামে স্থাবর-অস্থাবর সম্পত্তিসহ বিভিন্ন ব্যাংকে প্রায় সাড়ে ১১ কোটি টাকা জব্দ করেছে দুর্নীত দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ হিসাব জব্দের আদেশ দেন। 

টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের অনুসন্ধান কর্মকর্তা নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকে পত্রিকাকে বলেন, ‘এসবের বাইরে তার আর কোনো সম্পদ আছে কি-না তা জানতে চাওয়া হবে।’ এ ছাড়া অভিযুক্ত সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলার প্রস্তুতি চলছে বলে জানা তিনি। 

সাব রেজিস্ট্রার নূরুল আমিন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দি এলাকায়। তিনি বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়ায় ২০২৩ সালের ২৩ জুলাই টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক), টাঙ্গাইল। 

তথ্যমতে-নূরুল আমিন তালুকদারের চারটি ব্যাংক হিসাবে ১২ লাখ এক হাজার ১১১ টাকা, স্ত্রী নূরুন্নাহারের ১০টি ব্যাংক হিসাবে চার কোটি চার লাখ ৫৩ হাজার ৩৬৮ টাকা এবং মেয়ে জিনাত তালুকদারের চারটি ব্যাংক হিসাবে এক কোটি ২৪ লাখ ৮২ হাজার ১৩৩ টাকা, সর্বমোট পাঁচ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৬১২ টাকা জব্দ করা হয়। 

এ ছাড়া স্ত্রী নূরুন্নাহার খানমের ৭৫ শতাংশ সম্পত্তি রয়েছে। যার মূল্য তিন কোটি ৫৭ লাখ ৭০ হাজার ৯৪০ টাকা এবং মেয়ে জিনাত তালুকদারের নামে দুইটি ফ্ল্যাট যার মূল্য ৭৭ লাখ এবং একটি প্রাইভেটকার (টয়োটা) গাড়ি ২৯ লাখসহ মোট এক কোটি ছয় লাখ টাকা জব্দের নির্দেশ আদেশ দেন আদালত। 

এ বিষয়ে কথা বলতে সাব-রেজিস্ট্রার নূরুল আমিন তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন