হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতা হারুনসহ ৩ জনকে এক দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ তিনজনকে এক দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।

অপর দুজন হলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নু।

দুপুরে তাঁদের আদালতে হাজির করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই ফরমান আলী। একই সঙ্গে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আইনজীবীরা তাঁদের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

গত ২ নভেম্বর রাতে ও ৩ নভেম্বর সকালে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কারাগারে আছেন। 

এর আগে ২ নভেম্বর বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫০ জনকে আসামি করা হয়। 

মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ জনকে আগেই কারাগারে পাঠানো হয়েছে। 

হারুনসহ তিনজনের রিমান্ডের আবেদনে বলা হয়েছে এই আসামিদের উসকানিতে এবং তাদের প্রত্যক্ষ মদদে অবসরপ্রাপ্ত বিচারপতির গাড়িতে হামলা করা হয় বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং কেন হামলা করা হয়েছে তা উদ্‌ঘাটনের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা