হোম > সারা দেশ > ঢাকা

যাত্রীর জ্যাকেটের ভেতরে মিলল ২ কোটি টাকার স্বর্ণ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিবেদক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ রিপন নামের এক যাত্রীর কাছ থেকে ২ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। সৌদি এয়ারলাইনের এসভি-৮০৪ ফ্লাইটে ওই যাত্রী বুধবার রাত ১১টা ১২ মিনিটে দাম্মাম থেকে ঢাকায় আসেন। পরে রাত ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে কাস্টমস। এ সময় তাঁর কাছ থেকে ২৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ২ কেজি ৯০০ গ্রাম। 

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে রিপন নামের সৌদি ফেরত এক যাত্রীর কাছ থেকে ২ কোটি টাকা মূল্যের ২ কেজি ৯০০ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। 

তিনি বলেন, আটককালে যাত্রীর হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা থেকে ২৫টি বারে এসব স্বর্ণ পাওয়া যায়। ওই যাত্রীর বাড়ি কুমিল্লা জেলায়। 

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইন ও ফৌজদারি আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই কাস্টমস কর্মকর্তা। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯